বিএনপি ৫১নেতাকর্মীর জামিন নামঞ্জুর

আগের সংবাদ

শার্শায় সেফটিক ট্যাংকিতে মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক

পরের সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪ , ৯:০৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৪ , ৯:০৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। রবিবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ববি উপাচার্য। সৌজন্যে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কাছে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, সমাবর্তনের বিষয়ে কথা বলেন। সাথে সাথে তিনি প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সৌজন্য সাক্ষাতের বিষয়ে ববি উপাচার্য বলেন, সাক্ষাৎকালে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কথা বলেছি এবং প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলে আশ্বস্ত করেছেন।

মার্চ ৩১, ২০২৪, at ২১:০৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়