পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগের সংবাদ

সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধনে ইফতার

পরের সংবাদ

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে

ত্রিশ হাজার টাকা জরিমানা আদায়সহ ১৭বস্তা চাল উদ্ধার

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪ , ৭:৪২ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৪ , ৮:০১ অপরাহ্ণ

সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ানের খাদ্য বান্ধবকর্মসূচির ১৭বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সাথে সরাকারী চাল রাখার অপরাধে সেলিম হোসেন নামের এক ব্যাবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার সকালে সদর উপজেলার আঁগড়দাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সেলিম হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলনের কাছের লোক হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবৎ সরকারী চাল বিক্রির সাথে জড়িত ছিল।

সকাল ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া সেখানে অভিযান চালান। এসময় সরকারি চাল রাখার অপরাধে সেলিম হোসেনকে ৩০হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ৩মাসের কারাদণ্ড প্রদান করেন।

সাতক্ষীরায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া জানান, ভ্রাম্যমান আদলতে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১৭বস্ত সরকারী চাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন সহ সচিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

মার্চ ৩১, ২০২৪, at ১৯:৩৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়