সাতক্ষীরার পাটকেলঘাটায় গাঁজাসহ মনোয়ার হোসেন লাল্টু (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সরুলিয়া এলাকা থেকে তার বাড়ীর সামনে থেকে আটক করা হয়। আটক হওয়া মনোয়ার হোসেন লাল্টু একই এলাকার মৃত সিদ্দিক মোড়লের ছেলে।
এসময়, তার কাছ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সুরুলিয়া এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। ওই সময় ১শতগ্রাম গাঁজাসহ মনোয়ার হোসেনকে আটক করা হয়। এঘটনায় থানায় মাদক মামলা দ্বায়ের করে আসামীকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।