তালায় সাধু সম্মেলনের চতুর্থ দিনে সদর আসনের এমপি -আশু

আগের সংবাদ

সনাতন ধর্মাবলম্বী যুবক দিচ্ছে ফ্রী ইফতারের দাওয়াত

পরের সংবাদ

সাতক্ষীরায় সিভিল সার্জন অফিসে অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বড়বাবু দূর্নীতি করে শত কোটির টাকার মালিক বনে যাওয়া অশোক নেওয়াজ ও সিভিল সার্জনকে অপসারন এবং নাটকিয় নিয়োগ মঞ্চবন্ধসহ জবাবদিহি মুলক স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষায়ক সচেতন কমিটির আয়োজনে সাতক্ষীরা জর্জকোর্টের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতন কমিটির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারন সম্পাদক গাজী শাহাজান, পরীক্ষার্থী কপিল দেব, উর্মি খাতুন, মেঘলা, তনুশ্রী মন্ডল, আবু রায়হান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ২৯মার্চ অনুষ্ঠিত স্বাস্থ্যসহকারী পদের ১২৮জনের লিখিত নাটকিয় পরীক্ষা বন্ধ, সিভিল সার্জন অফিসের সহকারী অশোক নেওয়াজ ও সিভিল সার্জনের অপসারন সহ অবৈধ নিয়োগ বন্ধের জন্য জোর দাবী জানান তারা। মানববন্ধন শেষে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবিরের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের কাছে স্মারকলীপি প্রদান করেন।

মার্চ ২৮, ২০২৪, at ২০:৫৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়