যশোরে ছেলের ছুরিকাঘাতে বাবা জখম

আগের সংবাদ

এমভি আবদুল্লাহ মুক্ত করার বিষয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

টাকার বিনিময়ে চাকরি দিতে ইবি উপাচার্যকে তরুণীর মেসেজ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ৪:২১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ৪:২১ অপরাহ্ণ

১০ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অনুরোধ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এই অনুরোধ জানানো হয়। এঘটনায় উপাচার্যের পক্ষে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান (জিডি নং-১০২১)।

জিডি সূত্রে, গত মঙ্গলবার বেলা আনুমানিক ১১টায় উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মিথি নামের এক অজ্ঞাত তরুণী ১০ লাখ টাকার বিনিময়ে চাকুরি প্রদানের অনুরোধ জানিয়ে মেসেজ পাঠিয়েছেন। তরুণী উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলতে জোরাজুরি করেন। তবে উপাচার্য কথা বলতে না চাইলে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে চাকরি দেওয়ার অনুরোধ করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, উপাচার্যকে মিষ্টি খাওয়ার জন্য এক চাকরিপ্রার্থী মেয়ে মেসেজ করে ১০ লাখ টাকা দিতে চেয়েছেন।উপাচার্যের নির্দেশনা অনুযায়ী থানায় জিডি করা হয়েছে। এদিকে জিডিতে উল্লেখিত নম্বরে যোগযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, কোনো একটি মহল আমাকে ফাঁসানোর জন্য কাজটি করতে পারে। এজন্য ঘটনার পরপরই থানায় জিডি করা হয়েছে।

মার্চ ২৮, ২০২৪, at ১৬:২০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়