নারী নিয়ে মাদক সেবক কালে সরোয়ার হোসেন (৩৪) নামে ইউপি সদস্যের ভিডিও ভাইরাল হয়েছে। ৫৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে ইউপি সদস্য তার সাথে থাকা কয়েকজন যুবক সহ দুই নারীকে নিয়ে ইয়াবা সেবন করছে। যে সমাজের আলো নামে একটি অনলাইন পোর্টালে পোষ্ট করার সাথে সাথে মুহুর্তে ভাইরাল হয় ও সমালোচনার ঝড় তোলে। অভিযুক্তি ইউপি সদস্য হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য। ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য সরোয়ার জানান, তিনি স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ব্লাকমেইলের স্বীকার।
বিষয়টি নিয়ে নগরঘাটা ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, ভিডিওটি দেখামাত্র ইউপি সদস্যের কাছে জানতে চাইলে এডিটিং বলে দাবী করেছেন। তবে ঘটনা সত্য হলে তার বিচার দাবী করেন তিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি শুনেছি। বর্তমানে ওই ইউপি সদস্য পুলিশের নজরদারীতে রয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানান, ঘটনাটি তদন্ত করে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।