তালায় আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৯৪ তম চারদিন ব্যাপী সাধু সম্মেলন উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় প্রায়াত সাধকের তালার শিবপুরস্থ নিজস্ব বাসভবনে ৯৪ তম সাধু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত।
সাধক পুত্র তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নগরিক ঐক্য পরিষদের নেতা শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুল ইসলাম হাবিব, বি.এম বাবলুর রহমান, তালা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম লিয়াকত হোসেন, জাপার উপদেষ্টা আশরাফুল আলম, তালা সদর জাপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন, নগরিক ঐক্য পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, শিক্ষক শিবু পদ, সৈয়দ মনজু, বাবু রনজিত ঘোষ, ডা.সবুর খাঁ, তেঁতুলিয়া ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক এ্যাড জিল্লুর রহমান, খলিশখালী ইউনিয়ন জাপার সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জাপা নেতা আব্দুর জব্বার কাগজী, ডা.আব্দুর রহমান, সরুলিয়াইউনিয়ন জাপার সভাপতি নুরুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, জাপার নগরঘাটা ইউনিয়ন সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, জালালপুর ইউনিয়ন জাপার সভাপতি হাশেম আলী, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন, খেশরা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সৈনিক পার্টির সভাপতি উপজেলা রফিকুল ইসলা খাঁ যুব সংহতির উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) এস.এম তকিম উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, ছাত্র সমাজের উপজেলা সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার,ছাত্র নেতা ফয়সাল, মারুফ হোসেন,আহসান হাবীব, অনুষ্ঠানে আগত সাধক দরবেশ দরবেশ খালেক, মতলেব সাইজী, সাদেক ভান্ডারী।
সমগ্র অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন সাধক পৌত্র সাংবাদিক এস.এম আকরামুল ইসলাম ও সাংবাদিক এস.এম হাসান আলী বাচ্চু। স্বাগত বক্তব্যে সাধক পুত্র সাংবাদিক নজরুল ইসলাম চারদিন ব্যাপী সাধু সম্মেলনে সকল সাধু ভক্ত, সাংবাদিক, সুধীজনসহ সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহনের আহব্বান জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সাধকবৃন্দ ইতোমধ্যে অংশগ্রহন করেছেন।
আগামী শুক্রবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে চারদিন ব্যাপী এ সাধু সম্মেলন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।