ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদন্ড

আগের সংবাদ

চৌগাছায় মাঠ দিবস অনুষ্ঠিত

পরের সংবাদ

যশোরে দ্বিতীয় দফায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র দুর্জয়

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ , ৮:৩৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২৪ , ৮:৩৩ অপরাহ্ণ

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দ্বিতীয় দফায় ছুরিকাঘাতে জখম হয়েছে দাউদ স্কুল এন্ড পাবলিক কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র দুর্জয় পাল (১৮)। এর আগে গত ৯ জানুয়ারি দুর্জয় পালকে একই কারণে সন্ত্রাসীরা আঘাত করে। আহত দুর্জয় পাল যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ব্যবসায়ী প্রদীপ পালের ছেলে। আহত দুর্জয় পালকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত আঘাত করেছে।

আহত দুর্জয় পালের পিতা প্রদীপ পাল সাংবাদিকদের জানান ,আমার ছেলে যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। সে অনেক মেধাবী ছাত্র। সোমবার বেলা সোয়া ১টার শহরের বেজপাড়ায় বালির মাঠ থেকে হোলি অনুষ্ঠান শেষ করে বাড়ির দিকে যাওয়ার সময় বেজপাড়া বালির মাঠের পাশে সাবেক কমিশনার সন্তোষ দত্তের অফিসের পাশে পৌঁছালে খালদার রোড এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার সালাউদ্দিনের ছেলে ফাহাদ (২১) ও বারান্দি কদমতলা এলাকার মাহিন, (২০) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন দুর্জয়কে ধরে মারপিট ও তার পেটের ডান পাশে ছুরি দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল নিয়ে এসে ভর্তি করে দেয়।

সন্ত্রাসী ফাহাদ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে গত ৯ জানুয়ারি দুর্জয় পালকে ফাহাদ মাহিনসহ অন্যান্যরা ছুরিকাঘাত ও মারপিট করে। কিন্তু সে সময় সন্ত্রাসীদের হুমকির কারণে মামলা করতে সাহস পাননি তার পরিবার। আহত দুর্জয় যশোর দাউদ স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।

এবিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম ঘটনা ঘটেছে। আমি বাদীপক্ষকে অভিযোগ দিতে বলেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে সোমবার বিকালে যশোর কোতোয়ালি থানায় প্রদীপ পাল বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

মার্চ ২৫, ২০২৪, at ২০:২৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়