পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ১২ শিক্ষার্থীর শাস্তি

আগের সংবাদ

শেখ আবীর হোসেন প্রথম শ্রেণিতে এমবিএ পরীক্ষায় উত্তীর্ণ

পরের সংবাদ

শৈশবের দুরন্তপনায় প্রাণ গেলো এক শিশুর

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪ , ৯:৩৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৪ , ৯:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরার দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাতে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন জানান, রবিবার দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় ইছামতি নদীর সংযুক্ত গোপাখালি খালের ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেওয়া খেলা করছিল।

এসময় বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের উপর থেকে কয়েকজন শিশু পানিতে লাফালাফি খেলার সময় একটি শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তখন সে পানিতে ডুবে মারা গেছে।

মার্চ ২৪, ২০২৪, at ২১:৩৭ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/ত.হো.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়