যশোরে রেলওয়ে সংযোগ সড়ক পথের সংযোগস্থলগুলো এখন মরণফাঁদ!

আগের সংবাদ

প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

পরের সংবাদ

দুই স্ত্রীর দ্বন্দ্বে নাসির টোব্যাকো বন্ধ ঘোষণা, শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪ , ১১:৫৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৪ , ১১:৫৯ অপরাহ্ণ

নাসির গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের প্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের রেখে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভাগাভাগি নিয়ে দুই স্ত্রীর দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা শিল্প এলাকায় নাসির টোব্যাকো ইন্ড্রাস্ট্রিজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বকেয়া রাখা হয়েছে শ্রমিকদের মজুরি। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েছেন সেখানকার শ্রমিক-কর্মচারীরা। তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বন্ধ ফ্যাক্টরি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, নাসির গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি প্রয়াত নাসির উদ্দিন বিশ্বাসের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ভাগাভাগি নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। তারা নিজেরা সমঝোতায় আসতে না পেরে এ নিয়ে উভয় পক্ষ আদালতে মামলা পর্যন্ত করেছেন। এর জেরে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা শিল্প এলাকায় নাসির টোব্যাকো ইন্ড্রাস্ট্রিজের শ্রমিক-কর্মচারীদের প্রায় চার মাসের বেতন-মজুরি বকেয়া রাখেন মালিক কর্তৃপক্ষ।

এ অবস্থায় শনিবার (২৩ মার্চ) নাসির টোব্যাকো ইন্ড্রাস্ট্রিজের ডিজিএম খাজিমুল বাসার অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধের ঘোষণা দেন। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সেখানকার শ্রমিক-কর্মচারীরা। ঈদ সামনে রেখে ফ্যাক্টরি বন্ধের হঠকারি সিদ্ধান্তের ঘোষণায় শ্রমিক-কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়। বিকালে তারা নাসির টোব্যাকো ইন্ড্রাস্ট্রিজের সামনে কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রধান এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বকেয়া পরিশোধ ও বন্ধ ঘোষিত ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শ্রমিক অসন্তোষের ব্যাপারে নাসির টোব্যাকো ইন্ড্রাস্ট্রিজের মালিকপক্ষের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, নাসির গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি প্রয়াত নাসির উদ্দিন বিশ্বাস বছর দেড়েক আগে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রথম স্ত্রী আনোয়ারা বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী তাসলিমা সুলতানার মধ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে দুই স্ত্রী উচ্চ আদালতে কয়েকটি মামলা করেন। দুই পক্ষের দ্বন্দ্বের জেরে নাসির বিড়ি এবং নাসির টোব্যাকোর একাধিক ব্র্যান্ডের সিগারেট উৎপাদন বন্ধ করে দেন মালিক কর্তৃপক্ষ। এতে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। তারা বকেয়া পরিশোধ ও বন্ধ ফ্যাক্টরি চালুর দাবিতে শনিবার এই বিক্ষোভ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়