বেপরোয়া কিশোর গ্যাংয়ের হাতে চুড়ামনকাটিতে যুবলীগ নেতা খুন

আগের সংবাদ

পাটকেলঘাটার খলিষখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নজরুল ইসলামের ইফতার মাহফিল

পরের সংবাদ

পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ২২, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ

 বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে উপ বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান মিশুক’র সঞ্চলনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড—২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসিকুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, জাকারিয়া ফেরদৌস, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মোস্তফা কামাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পানির অপর নাম জীবন। কোন প্রানী ও গাছপালা পানি ছাড়া বেঁচে থাকতে পারেনা। বৃষ্টির অভাবে খরা হয়, নদীতে পানি প্রবাহ থাকে না। তাই আমাদের পানির অপব্যবহার রোধ করতে হবে। এর জন্য সকলকে সচেতন করতে হবে। সুন্দর ভাবে সুপেয় পানির ব্যবহার জানতে হবে।তাই বাসা বাড়িতে সুপেয় পানি ব্যবহারে পরিমিত হতে হবে সকলকে।

মার্চ ২২, ২০২৪, at ২০:০৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/ত.হো.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়