কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আলমসাধু চালক নিহত

আগের সংবাদ

শ্যামনগরে সীমানা পিলার প্রতারক চক্রের ৫ সদস্য আটক

পরের সংবাদ

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪ , ৭:৩২ অপরাহ্ণ আপডেট: মার্চ ২২, ২০২৪ , ৭:৩২ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৮) মৃত্যু ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা।

হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ। নিহত শাহ আলম ফতেপুর মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। এবং ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে।

এলাকাবাসী শহিদুল ইসলাম জানান, চাচা ভাতিজার সাথে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জের ধরে সকালবেলা তাদের মধ্যে বাকবিদন্ডীতা বা ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে (বেড়ের মাঠে) চাচার মারার জন্য অপেক্ষা করে। এসময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যায়।

মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে, ভাতিজা রাজু চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে, সেখান থেকে স্থানীয়রা চাচাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

মার্চ ২২, ২০২৪, at ১৯:৩৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়