বৃহস্পতিবার সকালে ও দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে কাচা বাজার ও মুদি বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরদার বিপনীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা, তারক নাথ ভান্ডার কে মেয়াদ উত্তীন পণ্য বিক্রয় করার অপরাধে এক হাজার টাকা, পূজাভান্ডারকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় এক হাজার, সঞ্জিত ট্রেডার্সকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় এক হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
মুল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার ও পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না মেয়াদ উত্তীন পণ্য বিক্রয় করা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।