সাতক্ষীরায় খাস সম্পত্তির ইজারা গ্রহীতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

কপিলমুনিতে মহাবারুণী স্নান উপলক্ষ্যে মেলা আয়োজক কমিটি গঠন

পরের সংবাদ

কোটচাঁদপুরে মুক্তা গবেষণাগার পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ , ৭:৪১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৪ , ৭:৪১ অপরাহ্ণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে রাইয়ান পার্ল হারবারের মুক্তা গবেষণাগার পরিদর্শন করলেন ঢাকা হেড কোয়ার্টারে কর্মরত এডিশনাল ডিআইজি শেহেলা পারভীন। মঙ্গলবার দুপুরে প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা শহর থেকে ৩ কিলোমিটার দুরে দোড়া ইউনিয়নের লক্ষিপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠ ঘেষে গড়ে উঠেছে দেশের প্রথম মুক্তা গবেষণা কেন্দ্র। এখানে উৎপাদিত হয় দেশীয় প্রজাতির ঝিনুক থেকে মুক্তা। যা গেল ২০২১ সালে রাইয়ান জৈব কৃষি প্রকল্প নামে গড়ে তোলেন ড. নজরুল ইসলাম।

মঙ্গলবার ওই প্রকল্পটি পরিদর্শন করতে আসেন, ঢাকা হেড কোয়ার্টারে এডিশনাল ডিআইজি শেহেলা পারভীন। এসময় সফর সঙ্গী ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, ডিআইজি খুলনা রেঞ্জ পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল, এডিশনাল এসপি তানজিমা, পুলিশ হেড কোয়ার্টার ও এডিশনাল এসপি ইমরান জাকারিয়া, কোটচাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল মামুন।

পরিদর্শন শেষে তিনি বলেন, আমাদের দেশীয় প্রজাতির ঝিনুকের মুক্তা অলংকার দেখে আমি বিস্মিত হয়েছি। পরে তিনি এই মুক্তার মান উন্নয়ন ও বাজার জাতকরণে পরামর্শও দেন। এ ছাড়া তিনি রাইয়ান জৈব কৃষি প্রকল্পে স্মার্ট এগ্রিকালচার প্রাকটিস এবং একজন জাপান ফেরত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি কৃষিতে সম্পৃক্ত হওয়ায় খুবই অবাক হন।

বিষয়টি নিয়ে রাইয়ান জৈব কৃষি প্রকল্পের পরিচালক ড. নজরুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষির বিকল্প নেই। তাই জমিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং অল্প জায়গায় কিভাবে অধিক ফলন ফলানো যায় সেই লক্ষ্যেই আমি গবেষনা মূলক কাজ করে যাচ্ছি ।

মার্চ ১৮, ২০২৪, at ১৯:৪৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়