ইবি ইইই বিভাগের অ্যালামনাই সভাপতি হুমায়ুন ও সম্পাদক সাইফুদ্দিন

আগের সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৯২ জনের মৃত্যু

পরের সংবাদ

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২ টি স্বর্ণের বারসহ আটক দুই

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪ , ৭:৫১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৪ , ১০:৫৭ অপরাহ্ণ

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩কেজি ৩৫৬ গ্রাম ওজনের ৩২ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়েছে। এ সময়ে স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

সোমবার দুপুরে যশোর শহরের নিউমার্কেট ঘোষ ডেয়ারীর সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। গোয়েন্দা পুলিশের দলটির নেতৃত্ব দেন যশোর অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান।

আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে দুই পাচারকারী একটি প্রাইভেটকার যোগে যশোর থেকে বেনাপোলের দিকে যাবে। খবর পেয়ে সাথে সাথে প্রাইভেটকারটির গতিবিধি লক্ষ্য করা হয়। পুলিশের গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়। এর পরে প্রাইভেটের পিছনের সিটের তলায় তল্লাশি করে দু’টি কসটেপ দিয়ে পেঁচানো স্বর্ণের দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট গুলো খুলে তাতে ৩২ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

মার্চ ১৮, ২০২৪, at ১৯:৪৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়