শিবগঞ্জে জাতীয় শিশু দিবস পালিত

আগের সংবাদ

শরণখোলায় ৬০০ দুঃস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

পরের সংবাদ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের ব্যতিক্রমী আয়োজন 

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৭, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০৪ টি গাছের চারা রোপণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১১টায় হল সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন তারা।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল জায়িমসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ৩০টি প্রজাতির বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বী বলেন,  বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আমরা এই কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি থাকবে যে গাছগুলো লাগানো হয়েছে প্রশাসন যেন সেগুলোর সঠিক পরিচর্যা করে।

মার্চ ১৭, ২০২৪, at ১৯.২১ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়