পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি রশীদুজ্জামান

আগের সংবাদ

নোবিপ্রবিতে পরীক্ষার হলে বিশৃঙ্খলা: শিক্ষক সমিতির প্রতিবাদ

পরের সংবাদ

চৌগাছায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪ , ৮:০৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৪, ২০২৪ , ৮:০৩ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় চলতি খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমূখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের পাটের চাষ বাড়াতে হবে। পাট চাষীদের সার্বিক সহযোগিতার জন্য বর্তমান সরকার আন্তরিক। নেতৃবৃন্দ আরো বলেন, পাট চাষীদের একটি সমস্যা হচ্ছে পাট জাগ দেয়া। পর্যাপ্ত পানি না থাকার কারনে পাট জাগ দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে যেখানে পানির ব্যবস্থা থাকবে সেখানে কৃষকদের পাট জাগের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামীম খান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, অধ্যক্ষ আবু জাফরসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও কৃষাণীবৃন্দ।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ১ হাজার কৃষক ও কৃষাণীর মধ্যে ১ কেজি করে পাটের বীজ বিতারণ করেন।

মার্চ ১৪, ২০২৪, at ১৯:৫৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়