ডিআইইউতে সাংবাদিক বহিষ্কারে তীব্র নিন্দা জানিয়েছে ইবি রিপোর্টার্স ইউনিটি

আগের সংবাদ

শিবগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর

পরের সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জে সন্তান প্রসবের পর সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪ , ৫:২৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৪, ২০২৪ , ৫:২৯ অপরাহ্ণ

সন্তান প্রসবের পর অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ও সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজিয়া সুলতানা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের মৃত নুর আলী সরদারের মেয়ে। পরিবারের বরাত দিয়ে আরাফাত আলী বলেন, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে।

গত বুধবার রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়ে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ পান তিনি।

মার্চ ১৩, ২০২৪, at ১৭:২৭ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়