খুলনার পাইকগাছায় পুলিশের হাতে আটক একজন অনলাইন জুয়াড়িকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে চাঁদখালী ইউপির গড়ের আবাদের মোসলেম উদ্দিন মোড়লের ছেলে মন্জুরুল মোড়ল (৩০)।
মঙ্গলবার থানা পুলিশ উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ গ্রাম থেকে অনলাইন জুয়া (IxBet) খেলা অবস্থায় মঞ্জুরুলকে আটক করে। আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে অনলাইন জুয়ার খেলার দোষ স্বীকার করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টট্রেট মোহাম্মদ আল আমিন তাকে ১ মাসের কারাদন্ড দেন। পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, দন্ডিত ব্যক্তিকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।