Print

Rupantor Protidin

ঝিকরগাছায় নিবন্ধন পেল প্লাম্বিং শ্রমিক ইউনিয়ন-সভাপতি ইমরোজ, সম্পাদক কুরবান

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ৮:২৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের ঝিকরগাছায় নতুন করে নিবন্ধন পেয়েছে উপজেলা প্লাম্বিং শ্রমিক ইউনিয়ন। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিবন্ধন দেয়া হয়েছে।

ঝিকরগাছা উপজেলার বিভিন্ন প্লাম্বিং ঠিকাদার ও উপ-ঠিকাদারের সমন্বয়ে কমিটিতে সভাপতি হয়েছেন ইমরোজ আলী, সাধারণ সম্পাদক হয়েছেন কুরবান আলী।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারুক হোসেন ও ইয়াকুব হোসেন। সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন ও আবুল বাশার। সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক আজিজুল মোল্লা, দপ্তর সম্পাদক আবু সোহাগ, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ ও কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন।