যশোরের ঝিকরগাছায় নতুন করে নিবন্ধন পেয়েছে উপজেলা প্লাম্বিং শ্রমিক ইউনিয়ন। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিবন্ধন দেয়া হয়েছে।
ঝিকরগাছা উপজেলার বিভিন্ন প্লাম্বিং ঠিকাদার ও উপ-ঠিকাদারের সমন্বয়ে কমিটিতে সভাপতি হয়েছেন ইমরোজ আলী, সাধারণ সম্পাদক হয়েছেন কুরবান আলী।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারুক হোসেন ও ইয়াকুব হোসেন। সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন ও আবুল বাশার। সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক আজিজুল মোল্লা, দপ্তর সম্পাদক আবু সোহাগ, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ ও কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।