Print

Rupantor Protidin

মহেশপুরে বাল্যবিবাহের অপরাধে বরের কারাদন্ড

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ১০:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বর আলামিন হোসেনকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার দুপুরে বর কনের উপস্থিতিতে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাসিস্ট্রেট শরীফ শাওন। দন্ডপ্রাপ্ত বর নেপা ইউনিয়নের ঘোষপুর গ্রামের কিতাবুল ইসলামের ছেলে।

মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা জানান, কয়েক দিন আগে পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে নবম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসেন বর আলামিন হোসেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরকে একমাসে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।