মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বর আলামিন হোসেনকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার দুপুরে বর কনের উপস্থিতিতে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাসিস্ট্রেট শরীফ শাওন। দন্ডপ্রাপ্ত বর নেপা ইউনিয়নের ঘোষপুর গ্রামের কিতাবুল ইসলামের ছেলে।
মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা জানান, কয়েক দিন আগে পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে নবম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসেন বর আলামিন হোসেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরকে একমাসে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।