Print

Rupantor Protidin

ইবিতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ভাষণ প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৪ , ৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে ‘৭ মার্চ ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যাযের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ১০ জন করে মোট ৪০ জন অংশ নেয়। এ প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৭মার্চ পুরষ্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়া ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাম্মিল হক মোল্লাহ, সিনিয়র শিক্ষক গোলাম মামুন, গোলাম কিবরিয়া ও আব্দুল আলিমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির জনকের এই ভাষণে সাড়া দিয়েছিলো সাড়ে সাত লাখ মানুষ। বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর অলিখিত এ ভাষণ অন্যতম। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে আমাদের শিশুপ্রেমী, সমাজপ্রেমী ও দেশপ্রেমী হতে হবে।