মাভাবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

আগের সংবাদ

জাবিতে পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

পরের সংবাদ

ইবিতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ভাষণ প্রতিযোগিতা

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ , ৫:৪৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ১১, ২০২৪ , ৫:৪৩ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে ‘৭ মার্চ ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যাযের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ১০ জন করে মোট ৪০ জন অংশ নেয়। এ প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৭মার্চ পুরষ্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়া ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাম্মিল হক মোল্লাহ, সিনিয়র শিক্ষক গোলাম মামুন, গোলাম কিবরিয়া ও আব্দুল আলিমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির জনকের এই ভাষণে সাড়া দিয়েছিলো সাড়ে সাত লাখ মানুষ। বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর অলিখিত এ ভাষণ অন্যতম। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে আমাদের শিশুপ্রেমী, সমাজপ্রেমী ও দেশপ্রেমী হতে হবে।

মার্চ ১১, ২০২৪, at ১৭:৪২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়