Print

Rupantor Protidin

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ডের আদেশ

প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২৪ , ৩:১৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৪, ২০২৪, ৩:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহে মশিউর রহমান হত্যা মামলায় আসামী লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাসকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে আদালত। এছাড়াও এ দুই জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ২৬ মে রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডে পূর্ব শত্রুতার জের ধরে আন্দুলিয়া গ্রামের মশিউর রহমানকে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মভাবে আহত করে করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরের দিন অর্থাৎ ২৭ মে রেফার্ড হয়ে সদর হাসপাতাল হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মশিয়ারের মৃত্যু হয়।

এ ঘটনায় মশিয়ারের ভাই মতিয়ার রহমান ৯ জনের নাম উল্লেখ করে হরিণাকুন্ড থানায় মামলা দায়ের করে। সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা এএসআই ব্রজেন কুমার দাশ প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করে। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার ১ নম্বর আসামী লিটন বিশ্বাস ও ২ নম্বর আসামী মনিরুল বিশ্বাসকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করে আদালত। এছাড়াও এ দুই জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। এছাড়া বাকী আসামীদের বেকসুর খালাস প্রদান করা হয়।