দক্ষিণ আফ্রিকায় সেনবাগের প্রবাসী স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা

আগের সংবাদ

ইবির বৃহত্তর ঢাকা জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে সাইফুল ও সালমান

পরের সংবাদ

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ডের আদেশ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪ , ৩:১৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ৪, ২০২৪ , ৩:১৬ অপরাহ্ণ

ঝিনাইদহে মশিউর রহমান হত্যা মামলায় আসামী লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাসকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে আদালত। এছাড়াও এ দুই জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ২৬ মে রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডে পূর্ব শত্রুতার জের ধরে আন্দুলিয়া গ্রামের মশিউর রহমানকে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মভাবে আহত করে করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরের দিন অর্থাৎ ২৭ মে রেফার্ড হয়ে সদর হাসপাতাল হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মশিয়ারের মৃত্যু হয়।

এ ঘটনায় মশিয়ারের ভাই মতিয়ার রহমান ৯ জনের নাম উল্লেখ করে হরিণাকুন্ড থানায় মামলা দায়ের করে। সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা এএসআই ব্রজেন কুমার দাশ প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করে। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার ১ নম্বর আসামী লিটন বিশ্বাস ও ২ নম্বর আসামী মনিরুল বিশ্বাসকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করে আদালত। এছাড়াও এ দুই জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। এছাড়া বাকী আসামীদের বেকসুর খালাস প্রদান করা হয়।

মার্চ ০৪, ২০২৪, at ১৫:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়