Print

Rupantor Protidin

ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায়

চৌগাছা বাজারে ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছা বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে পলিথিন মজুত রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে।
জানাগেছে, পলিথিন ব্যবহার প্রতিরোধে সোমবার দুপুরে চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালন করেন। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক লিয়াকত আলীকে ১০ হাজার, ইবাদৎ হোসেনকে ৬ হাজার টাকা, কমল কুমার রায়কে ২ হাজার টাকা, স্বপন রায়কে ৩ হাজার টাকা ও প্রাণ সরকারকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযাগ প্রতীয়মান হয়। সে কারনে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ও ১৫ এর ১ ধারায় অর্থদন্ড করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন পলিথিন অপচনশীল পণ্য। যা পরিবেশের জন্য অত্যান্ত ক্ষতিকর। আমাদের পলেথিন ব্যবহার কমিয়ে পাটজাত বা কাগজজাতপণ্য ব্যবহারে
মনোযোগ দিতে হবে।