শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা

আগের সংবাদ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পরের সংবাদ

ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায়

চৌগাছা বাজারে ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ
যশোরের চৌগাছা বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে পলিথিন মজুত রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে।
জানাগেছে, পলিথিন ব্যবহার প্রতিরোধে সোমবার দুপুরে চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালন করেন। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক লিয়াকত আলীকে ১০ হাজার, ইবাদৎ হোসেনকে ৬ হাজার টাকা, কমল কুমার রায়কে ২ হাজার টাকা, স্বপন রায়কে ৩ হাজার টাকা ও প্রাণ সরকারকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযাগ প্রতীয়মান হয়। সে কারনে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ও ১৫ এর ১ ধারায় অর্থদন্ড করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন পলিথিন অপচনশীল পণ্য। যা পরিবেশের জন্য অত্যান্ত ক্ষতিকর। আমাদের পলেথিন ব্যবহার কমিয়ে পাটজাত বা কাগজজাতপণ্য ব্যবহারে
মনোযোগ দিতে হবে।

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, at ১৭:৫৪ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়