Print

Rupantor Protidin

বারান্দীপাড়ার ছুরিকাঘাতে আহত টগরের ঢাকায় মৃত্যু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ১০:৩৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর শহরের বারান্দীপাড়া বটতলায় ছুরিকাঘাতে জখম টগর মারা গেছেন। টগর-বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে। শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭/৮ জনের একদল মাদক কারবারী টগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়। এদিকে, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বারান্দীপাড়া বটতলা এলাকার মিলন, সালাম, ইমরানসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই লিটন জানান, মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ।