যশোর শহরের বারান্দীপাড়া বটতলায় ছুরিকাঘাতে জখম টগর মারা গেছেন। টগর-বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে। শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭/৮ জনের একদল মাদক কারবারী টগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়। এদিকে, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বারান্দীপাড়া বটতলা এলাকার মিলন, সালাম, ইমরানসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই লিটন জানান, মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।