ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের
যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। টানা তৃতীয়বারের মত আওয়ামী লীগের টিকিটে তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি সংসদের ১৬ টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। কাজী নাবিল আহমেদ তারমধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি হয়েছেন।
উল্লেখ্য, কাজী নাবিল আহমেদ ২০১৪ সালে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচনেও ব্যাপক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।