সাতক্ষীরার কালিগঞ্জে বিহুন্দী জাল পুড়িয়ে নষ্ট

আগের সংবাদ

সাতক্ষীরায় ২ কোটি টাকার এলএসডিসহ আটক এক

পরের সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাবিল আহমেদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১০:০৩ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১০:০৫ অপরাহ্ণ

যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। টানা তৃতীয়বারের মত আওয়ামী লীগের টিকিটে তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি সংসদের ১৬ টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। কাজী নাবিল আহমেদ তারমধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি হয়েছেন।

উল্লেখ্য, কাজী নাবিল আহমেদ ২০১৪ সালে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচনেও ব্যাপক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

ফেব্রুয়ারি ০৭, ২০২৪, at ২১:৫৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়