Print

Rupantor Protidin

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৪ , ৪:২৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় নড়াইল ক্রীড়া অফিস এর আয়োজনে এ ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। দৌড়, লকলেট/বিস্কৃট দৌড়, বাস্কেটে বল নিক্ষেপ, লাফ-ঝাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় ৪০ জন অটিস্টিক শিশু অংশ গ্রহন করে। প্রতিযোগী সকল শিশুকে কম্বল ও পুরস্কারসহ জার্সি, যাতায়াত ভাড়া, দুপুরের খাবার প্রদান করা হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিস কর্মকর্তা কামরুজ্জামান এর সভাপতিত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধি, ও প্রতিযোগী অটিস্টিক শিশু ও অবিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।