ঝিকরগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত যুবক

আগের সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় উত্তর জনপদের মানুষ

পরের সংবাদ

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪ , ৪:২৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২০, ২০২৪ , ৪:২৯ অপরাহ্ণ

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় নড়াইল ক্রীড়া অফিস এর আয়োজনে এ ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। দৌড়, লকলেট/বিস্কৃট দৌড়, বাস্কেটে বল নিক্ষেপ, লাফ-ঝাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় ৪০ জন অটিস্টিক শিশু অংশ গ্রহন করে। প্রতিযোগী সকল শিশুকে কম্বল ও পুরস্কারসহ জার্সি, যাতায়াত ভাড়া, দুপুরের খাবার প্রদান করা হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিস কর্মকর্তা কামরুজ্জামান এর সভাপতিত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধি, ও প্রতিযোগী অটিস্টিক শিশু ও অবিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।

জানুয়ারি ২০, ২০২৪, at ১৬:২১ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়