Print

Rupantor Protidin

ডাটাবেইজ তৈরি হলে হলুদ সাংবাদিকতা কমে আসবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৩ , ৮:০২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সারা বাংলাদেশে সাংবাদিকদের তালিকা করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষ হলে হলুদ সাংবাদিকতা কমে আসবে। বুধবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকদের নামে মামলা করতে হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুমতি নিতে হবে। এটি আমাদের দাবি ছিল। তাহলে সাংবাদিকেরা হয়রানির হাত থেকে রেহাই পাবে। এখন আমাদের সাথে অনেকেই সম্মতি জ্ঞাপন করছেন। আমরা আশাবাদী অচিরেই এটি বাস্তবায়ন হবে।

সেমিনারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মেহেরপুর জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন। এসময় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টুসহ মেহেরপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেমিনার ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।