বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সারা বাংলাদেশে সাংবাদিকদের তালিকা করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষ হলে হলুদ সাংবাদিকতা কমে আসবে। বুধবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
এর আগে “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকদের নামে মামলা করতে হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুমতি নিতে হবে। এটি আমাদের দাবি ছিল। তাহলে সাংবাদিকেরা হয়রানির হাত থেকে রেহাই পাবে। এখন আমাদের সাথে অনেকেই সম্মতি জ্ঞাপন করছেন। আমরা আশাবাদী অচিরেই এটি বাস্তবায়ন হবে।
সেমিনারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মেহেরপুর জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন। এসময় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টুসহ মেহেরপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেমিনার ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।