Print

Rupantor Protidin

ভালুকায় মোটরসাইকেল এক্সিডেন্টে চালক নিহত 

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ময়মনসিংহের ভালুকায় গাড়ি চাপায় অজ্ঞাত মোটরসাইকেল চালক (৩০) নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়েছেন। তাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি মোটরসাইকেল চালক তার এক সঙ্গীকে সাথে নিয়ে ভালুকা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এসময় আরো একজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকার ভরাডোবা হাউওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।