ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স- ইসি আহসান হাবিব

আগের সংবাদ

অপমানিত যবিপ্রবি‘র এক ড্রাইভার শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টায় এখন মৃত্যুশয্যায়

পরের সংবাদ

ভালুকায় মোটরসাইকেল এক্সিডেন্টে চালক নিহত 

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৯:১৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৯:১৮ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকায় গাড়ি চাপায় অজ্ঞাত মোটরসাইকেল চালক (৩০) নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়েছেন। তাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি মোটরসাইকেল চালক তার এক সঙ্গীকে সাথে নিয়ে ভালুকা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এসময় আরো একজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকার ভরাডোবা হাউওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :২১:১৫(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়