কুয়াশার চাদরে ঢাকা ছিল যশোর। রবিবার রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত ব্যাপক কুয়াশা পড়েছে গোটা জেলায়। আবহাওয়া অফিস বলেছে আগামী দিনগুলোতে তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে। সারাদেশেও কুয়াশা বাড়তে পারে। এ সপ্তাহে যশোরসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন তারা। রবিবার রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিলো তেঁতুলিয়ায়।
তিনি আরো জানান, সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।