শুদ্ধাচার পুরস্কার পেলেন যবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী

আগের সংবাদ

সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

পরের সংবাদ

কুয়াশার চাদরে ঢাকা ছিল যশোর জেলা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৩:৫২ অপরাহ্ণ

কুয়াশার চাদরে ঢাকা ছিল যশোর। রবিবার রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত ব্যাপক কুয়াশা পড়েছে গোটা জেলায়। আবহাওয়া অফিস বলেছে আগামী দিনগুলোতে তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে। সারাদেশেও কুয়াশা বাড়তে পারে। এ সপ্তাহে যশোরসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন তারা। রবিবার রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিলো তেঁতুলিয়ায়।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তিনি আরো জানান, সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডিসেম্বর ২৪: ২০২৩ at :১৫:৪৯(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়