Print

Rupantor Protidin

বেনাপোলে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার, আটক-১

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৫৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫)।

সোমবার ভোরে পোর্টথানা পুলিশ ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের সামনে অভিযান পরিচালনা করে ৫৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই তারিখ থানা এলাকার বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।