যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৫৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫)।
সোমবার ভোরে পোর্টথানা পুলিশ ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের সামনে অভিযান পরিচালনা করে ৫৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই তারিখ থানা এলাকার বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।