Print

Rupantor Protidin

‘বিএনপি যদি নির্বাচনে আসতে চায় সে সুযোগ আর নেই’

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৩ , ২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ২:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। বিএনপি যদি নির্বাচনে আসতে চায় সে সুযোগ আর নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর। তবে রাজনৈতিকভাবে দলগুলো সমাধান করলে কমিশনকে পুরো প্রক্রিয়া জানাতে হবে। এরপর চিন্তা করবে নির্বাচন কমিশন।

বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ১৪ জেলা সফর করে এসেছি, সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় আছে।

তিনি আরও বলেন, নাশকতার ঘটনাগুলো বিচ্ছিন্ন, ৩০০ আসনে প্রভাব ফেলবে না।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন আচরনবিধি যেন লংঘন না হয় যে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে রাখা হয়েছে।