ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করলো মালয়েশিয়া

আগের সংবাদ

নৌকা প্রত্যাহারের পরও লাঙ্গলের জয় নিয়ে টেনশন

পরের সংবাদ

‘বিএনপি যদি নির্বাচনে আসতে চায় সে সুযোগ আর নেই’

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ , ২:৫৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩ , ২:৫৩ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। বিএনপি যদি নির্বাচনে আসতে চায় সে সুযোগ আর নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর। তবে রাজনৈতিকভাবে দলগুলো সমাধান করলে কমিশনকে পুরো প্রক্রিয়া জানাতে হবে। এরপর চিন্তা করবে নির্বাচন কমিশন।

বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ১৪ জেলা সফর করে এসেছি, সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় আছে।

তিনি আরও বলেন, নাশকতার ঘটনাগুলো বিচ্ছিন্ন, ৩০০ আসনে প্রভাব ফেলবে না।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন আচরনবিধি যেন লংঘন না হয় যে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে রাখা হয়েছে।

ডিসেম্বর ২০:২০২৩ : at, ১৪:৫২(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়