Print

Rupantor Protidin

কেশবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২৩ , ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুরের প্রতাপপুর গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান (১৮ মাস) বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের ইসরাফিল সরদারের মেয়ে।

এলাকাবাসী জানায়, বাড়ি সংলগ্ন পুকুরের পাশে বসে শিশু ইসরাত জাহানের মা মালিহা খাতুন ও তার ফুফু শিশুটিকে নিয়ে গোবরের বড়ে তৈরি করছিলেন। তাদের অগোচরে শিশুটি ওই পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে।

ওই এলাকার মেম্বার ফজলুর বিশ্বাস বলেন, মা ও ফুফুর অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। পরিবারের লোকজন ওই পুকুরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।