যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী জিতু অস্ত্র-গুলিসহ আটক

আগের সংবাদ

হরতাল-অবরোধে ফুলের ব্যবসায় মারত্মক ধ্বস, দিশেহারা ফুল চাষীরা

পরের সংবাদ

কেশবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১১:১৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩ , ১১:১৪ অপরাহ্ণ

কেশবপুরের প্রতাপপুর গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান (১৮ মাস) বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের ইসরাফিল সরদারের মেয়ে।

এলাকাবাসী জানায়, বাড়ি সংলগ্ন পুকুরের পাশে বসে শিশু ইসরাত জাহানের মা মালিহা খাতুন ও তার ফুফু শিশুটিকে নিয়ে গোবরের বড়ে তৈরি করছিলেন। তাদের অগোচরে শিশুটি ওই পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে।

ওই এলাকার মেম্বার ফজলুর বিশ্বাস বলেন, মা ও ফুফুর অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। পরিবারের লোকজন ওই পুকুরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নভেম্বর ২৫, ২০২৩ at :২৩:০৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়