Print

Rupantor Protidin

বেনাপোল কাগজ পুকুরে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ১কিশোর নিহত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল মহাসড়কের বেনাপোল কাগজ পুকুর বাজারে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রাজা বাবু নামে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার বেলা ১১টায় বেনাপোল কাগজ পুকুর বাজারে এই মর্মান্তিক দূর্ঘোটনাটি ঘটে। নিহত রাজা বাবু বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা বাবু কাগজপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। রাস্তা পার হয়ে এক পাশ থেকে আরেক পাশে সিঙ্গাড়া কিনে রাস্তা পারাপারের সময় বেনাপোল থেকে ছেড়ে আশা ঢাকা মেট্রো ব ১৫-২৩৯৮ স্টার ডিলাক্স পরিবহন তাকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যাই।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকেঘাতক বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।