নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আগের সংবাদ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে মানববন্ধন

পরের সংবাদ

বেনাপোল কাগজ পুকুরে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ১কিশোর নিহত

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ

বেনাপোল মহাসড়কের বেনাপোল কাগজ পুকুর বাজারে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রাজা বাবু নামে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার বেলা ১১টায় বেনাপোল কাগজ পুকুর বাজারে এই মর্মান্তিক দূর্ঘোটনাটি ঘটে। নিহত রাজা বাবু বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা বাবু কাগজপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। রাস্তা পার হয়ে এক পাশ থেকে আরেক পাশে সিঙ্গাড়া কিনে রাস্তা পারাপারের সময় বেনাপোল থেকে ছেড়ে আশা ঢাকা মেট্রো ব ১৫-২৩৯৮ স্টার ডিলাক্স পরিবহন তাকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যাই।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকেঘাতক বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নভেম্বর ২৫, ২০২৩ at :২২:২৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়