Print

Rupantor Protidin

নবীগঞ্জে উপজেলা বিএনপি মশাল মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৩ , ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনীর নেতৃত্বে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, নবীগঞ্জ বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনীর নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিলটি জুয়েল ম্যানসন থেকে ডাকবাংলো সড়কে কিছু সময় অবস্থান করে। নেতাকর্মীরা অবরোধের সমর্থনে স্লোগান দেন ও সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতাল ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।

নবীগঞ্জ বিএনপি বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে মিছিলটি করা হয়। কেন্দ্র থেকে যে কর্মসূচি আসুক তা আমরা বাস্তবায়ন করবো।